আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য

আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার আর্দশ সদর উপজেলা ৫নং পাঁচথুবী ইউনিয়নে একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান এডভোকেট। প্রতিষ্ঠাতা নিজে অক্লান্ত-পরিশ্রমে নিজের অর্থায়নে ১৯৯৮ সালে নিন্ম-মাধ্যমিক ও পরে মধ্যমিক বিদ্যালয়-MPO ভুক্ত করেন ।

অত্র বিদ্যালয়টি MPO ভুক্ত কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান । বিদ্যালয়টি ১.৬২ একর জমির উপর অবস্থিত। বিদ্যালয়ের তিনটি ভবন আছে। ১টি একতলা ভবন, অপর দুইটি টিন সেড ভবন । ভবনের সামনে একটি অনেক বড় খেলার মাঠ আছে। বিদ্যালয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত চালু আছে এবং মোট ছাত্রী সংখ্যা ৪০০ জন (প্রায়) একটি শেখ রাসেল ১ বিজ্ঞান ডিজিটাল ল্যাব, ২ টি পাঠাঘার, ১ টি অফিস শিক্ষক মিলায়তন, ০৮ টি -শ্রেণী কক্ষ সহ সুপেয় পানির ও শৌচ ঘারের ব্যবস্থা আছে, একটি পাঠাগার। বিদ্যালয়ে- প্রধান শিক্ষক সহ মোট ১৭ জন MPO ভূক্ত শিক্ষক কর্মচারী কর্মরত আছেন সকল শিক্ষকে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত। এবং বিদ্যালয়টি বর্তমান ব্যাবস্থাপনা কমিটির সভাপতির নেতৃত্বে সুচারুভাবে পরিচালিত হচ্ছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের SSC ও JSC পরীক্ষায়- সুনামের সাথে ফলাফল অর্জন করে যাচ্ছে। এখানে আভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত- হয় যা শিক্ষার অগ্রগতিকে প্রসারিত করে। তাছাড়া শ্রেনী-পাঠদানের পাশাপাশি সহ শিক্ষাক্রমিক কার্যক্রম বিদ্যালয় চলমান আছে। ব্যবস্থাপনা পরিচালনার কমিটির সভাপতি-র এবং বিদ্যালয়ের অর্থায়নে অনেক দারিদ্র শিক্ষার্থীরা বিনা বেতন পড়ার সুযোগ পাচ্ছে।

আফজল খান জালুয়া পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কিছু উল্লেখযোগ্য বিষয়াদি:

১। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-কর্মচারী
২। সুষ্ঠু ব্যবস্থাপনা
৩। আধুনিক শিক্ষার পরিবেশ
৪। সহশিক্ষাক্রমিক কার্যক্রমের গুরুত্ব
৫। দারিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা বেতন পড়ার সুযোগ